আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলায় সার্কেল অফিসার হিসেবে প্রথম স্হান অর্জন করলেন মধুপুর সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি।
টাঙ্গাইলের মধুপুরের গর্ব, সৎ ও আদর্শবান পুলিশ অফিসার সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি আবারও বিশেষ কাজের অবদানের জন্য ১ম স্থান অর্জন করেছেন।
টাঙ্গাইল জেলায় মাসিক কল্যাণ সভায় ২০২৪ সালের মার্চ মাসে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য আবারও ১ম স্থান অর্জন করে পুলিশ তথা মধুপুর ধনবাড়ি মানুষের মুখ উজ্জ্বল করেছেন, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি।
বিশেষ কাজের অবদানের জন্য ১ম স্থান অধিকারী ফারহানা আফরোজ জেমিকে ক্রেস্ট প্রদান করেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার।
তিনি এই কৃতিত্ব অর্জনের জন্য মধুপুর সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্স, সার্কেলাধীন মধুপুর ও ধনবাড়ি থানার অফিসার ইনচার্জদ্বয় এবং ফাঁড়ির আইসি ও সকল অফিসার ফোর্সদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার এই অর্জন মধুপুর তথা ধনবাড়ি পুলিশ প্রশাসনের গৌরব গাঁথা এক অধ্যায়ের সৃষ্টি করেছে।
Leave a Reply