কহিনুর পটুয়াখালী বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা বাউফল উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের বটকাজল গ্রাম থেকে সুমন হাওলাদার(৩০) ও হাসান আকন(২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে ওই দুই মাদক ব্যবসায়ীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন ও হাসান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।
Leave a Reply