কহিনুর পটুয়াখালী বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আওয়ায়ামী লীগ সরকারের পতনের পর বাউফল উপজেলার বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ০৮.০৮.২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেনে। সংবাদ সম্মেলনে সাবেক এই এমপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরমুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ আন্দোলন করতে গিয়ে শত শত শিক্ষাথর্ী, সাধারণ মানুষ নিহত হয়েছেন। তাদের সেই অর্জিত বিজয় ম্লান করতে দলের মধ্যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন স্থানে সহিংসতা চালাচ্ছে । দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জাতীর উদ্দেশ্য ভাষনে কোন নৈরাজ্য সহ্য করা হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন। তারপরেও কতিপয় নেতাকর্মী সহ অনুপ্রবেশকারীরা সরকারী প্রতিষ্ঠানসহ বিরোধী দলীয় অনেক নেতা-কমর্ীর বাড়ি জ্বালাও পোড়াও, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছেন। তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপিত, যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান সেলিম। কাউন্সিলর মোঃ ইউনুস খান, নাজিরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ঝুরন, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বজলুল হক খোকন, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদ। এর আগের দিন রাতে বাউফল পৌর শহরের হিন্দু ব্যবসায়ীদের মতবিনিময় সভা করেছেন জামায়েতে ইসলামী বাউফল শাখা। এ সভায় ভাচ্যুয়ালী বক্তব্য রাখেন জামায়েতের ঢাকা দখিন মহানগরের জেনারেল সেক্রেটারী ড. সফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির হিন্দু ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্নস্থানে সংহিসতার শিকার লোকজনের খোঁজ খবর নেন।
Leave a Reply