আকাশ সরকারঃ রাজশাহী মহানগরীর এক্সচেঞ্জ অফিসের কর্মচারী রানা পিতা শ্রী গোপাল বাবু সাং হেতেমখাঁ বোয়লিয়া মহানগর রাজশাহী কে চেক জালিয়াতি ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ,পরবর্তীতে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জোর চেষ্টা চালায় রানার পরিবার সহ বিভিন্ন নেতাকর্মীদের দিয়েও চেষ্টা চালায় থানা থেকে বের করার, ওয়ারেওয়ারেন্ট আসামি হওয়ায় বোয়ালিয়া মডেল থানা আসামি রানাকে কোর্টে প্রেরন করে, বাদীকে নিয়ে থানায় আপোষের চেষ্টা চালায় আসামি রানার পরিবার পরিশেষে পুলিশ রানাকে কোর্টে সোপর্দ করে,, যার মামলা নং
মহানগর দায়রা জর্জ আদালত ১৯১৪/২০ সি আর ১৩৬৩/১৯ ধারা
এ বিষয়ে জানতে থানায় গেলে ওসি সাহেব থানায় ছিলেন না, সে জন্য তার বক্তর্ব পাওয়া সম্বভ হয় নি।
Leave a Reply