কবি,অথই নূরুল আমিন।
পার্লামেন্ট সদস্য সংখ্যা হবে ২১০ আর সংরক্ষিত নারী আসন হবে ৭০, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার একই ব্যালটে একদিনেই পাশ।
বর্তমান সময়ে ঢাকা সিটিসহ বৃহৎ পাঁচটি সিটিতে কোন এমপি দরকার নেই। জেলা সদর আসন গুলোতেও কোন এমপি দরকার নেই।
রাষ্ট্রীয় খরচ কমিয়ে আনতে, জাতীয় সংসদ নির্বাচনে এমপির সংখ্যা হবে ২১০ জন। সংরক্ষিত আসনে মহিলা এমপি থাকবে ৭০ জন, একই ব্যালটে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও ন্যায় পাল বিধিবিধানসহ মার্কা থাকবে যার যার।
জাতীয় নির্বাচনে এমপি , সংরক্ষিত আসনের এমপি পদের ব্যালটের মাঝে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ন্যায় পালের মার্কা অথবা ব্যালট নম্বর থাকবে সকলের।
দেশের সর্বস্তরের ভোটারদের ভোট প্রধানের মধ্যে যদি উল্লেখিত পদে নির্বাচন হয়। যারা পাশ করবে তারাই ক্ষমতায় আসবে। দেশের জনগণের মতামতের বাহিরে যতবার রাষ্ট্রের বড় বড় পদে যারাই অধিষ্ঠিত হয়েছে তারাই বিতর্কিত হয়েছে।
দুদিন আগে যেসকল কমিশন রাষ্ট্র সংস্কার বিষয় নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংশোধনী জমা দিয়েছেন। আমি মনে করি এসকল সংশোধনীতে অনেক কিছু অগোছালো রয়েছে। দেশের জনগণের মতামত না নিয়ে একটি সংবিধান সংশোধন করার মত এরকম বিষয় ঠিক হয়নি। বিষয়গুলো আরো ভালো করে বিবেচনা করে নিলে ভালো হয়। এবং জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন করে নিতে পারলে আরো ভালো হবে।
Leave a Reply