*বাইজিদ মন্ডল য়মন্ড হারবার:-*
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে ও ডায়মন্ড হারবার বিধানসভার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সামিম আহমেদ এর আহ্বানে। এবং ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদারর সহ বিধানসভার অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে। ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সরিষা ও কামারপোল এই দুই অঞ্চলের নেতৃত্ব থেকে শুরু করে প্রতিটি বুথ স্তরের কর্মী-সমর্থকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক দায়িত্ব এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে বিস্তৃত আলোচনা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত দলীয় নেতৃত্ববৃন্দ রা দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেন এবং দলের শক্তি বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন ডা: হা: দুই নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি অরুময় গায়েন,দুই নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,সেলিম শেখ,অরিন্দম ঘোষ, প্রমুখ।
Leave a Reply