*বাইজিদ মন্ডল * ।
ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া হল একটি ভারতীয় রাজনৈতিক দল। আগামী ২০২৬ শে এই রাজ্যে বিধানসভা নির্বাচন,আর সেই নির্বাচনকে সামনে রেখে এদিন বারুইপুর রামনগর ইলেকট্রিক অফিস সংলগ্ন এক হলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া র দক্ষিন ২৪ পরগনা জেলার সকল নেতৃত্বদের উপস্থিতিতে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিম বঙ্গ রাজ্য সহ সভাপতি আব্দুল নঈম,রাজ্য কোষাধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ, দক্ষিন ২৪ পরগনা জেলা সভাপতি শেখ মোজাফ্ফর,নব নিযুক্ত জেলা সহ সভাপতি নুর নবী সর্দার, ফেটারনীটি মুভ্মেন্ট রাজ্য সভাপতি মানোয়ার হোসেন মোল্লা,দক্ষিন ২৪ পরগনা জেলা সেক্রেটারি কুরবান লস্কর,জেলা কোষাধ্যক্ষ আব্দুল লতিফ,দক্ষিন বঙ্গ মহিলা ইনচার্জ রশিদা বিবি,বারুইপুর ব্লক সভাপতি রুস্তম মন্ডল, বজবজ ব্লক সম্পাদক শেখ জুম্মান আলী,ঠাকুর পুকুর মহেশতলা ব্লক সভাপতি অসীম আকরাম সহ জেলার আরো সকল নেতৃত্ববৃন্দ প্রমুখ। এই সভার শুরুতে সকল নেতৃত্ব দেরকে শুভেচ্ছা বিনিময় করে তার পর এই সাংগঠনিক সভা শুরু হয়।রাজ্য কোষাধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ জানান গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। এনিয়ে অভিযোগ জানালে স্থানীয় পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না বলেও তাঁরা অভিযোগ করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে লেবার কমিশনের কাছে চিঠি পাঠিয়ে কেন্দ্রের উপর চাপ তৈরি করার চেষ্টা করা হয়।রাজ্য কোষাধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ তিনি আরো জানান দেশে যুদ্ধের পরিস্থিতি চলছে তাই স্বাভাবিক অবস্থায় ফিরলে আবারও আমরা ওয়াকফ আইন বাতিলের দাবিতে পথে নামবো।জেলা সহ সভাপতি নুর নবী সর্দার বলেন পরিযায়ী শ্রমিক যারা নিহত হচ্ছে আমাদের রাজ্য সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। তাদের বাড়িতে গিয়ে ঠিক মত সাহায্য ও সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করেন। জেলা সেক্রেটারি কুরবান লস্কর তিনিও জানান বিজেপি শাষিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমাদের দলের পক্ষ থেকে আমরা অনলাইন অভিযোগ করা হয়েছে। এর কোনো সুরাহ না হলে অমরা পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন এর পথে এগিয়ে যাবো।জেলা সভাপতি মোজাফ্ফর হোসেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যতই বলুন না কেন ,এই ওয়াকফ আইন রাজ্যে নয় দিল্লিতে আন্দোলন করতে। আমরা এই রাজ্যের মানুষ তাই এই ওয়াকফ আইন বাতিলের দাবিতে আমরা রাজ্য কমিটির নির্দেশমতো এই রাজ্যেই আন্দোলন চলবে,পরবর্তী দিল্লি যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই যাবো। রাজ্য ফেটার্নীটি মুভ্মেন্ট সভাপতি মানোয়ার হোসেন জানান এই জেলা সাংগঠনিক এর আলোচনার মূল কেন্দ্র হলো,ওয়াকফ আইন বাতিলের দাবি ও পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার সহ বিভিন্ন বিষয়ে পরবর্তীতে কি ভাবে আমরা যুব সমাজ কে নিয়ে এগিয়ে চলবো,ওপর নেতৃত্বরা যেমন টা নির্দেশ ও আদেশ দিয়েছেন সেরকম আমরা চলবো সেই উদ্দেশ্যে এই সভা। রাজ্য সহ সভাপতি আব্দুল নঈম জানান যে শাসক সরকার দেশকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেওয়া বা ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে আমাদের সবার কর্তব্য সকল জনগণ কে এগিয়ে এসে প্রতিরোধ করতে হবে।
Leave a Reply